ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের ইফতারে মৌসুমী ফল তরমুজসহ ছোলা, মুড়ি, পিয়াজু, কলা, খেজুর ও জিলাপি সরবরাহ করছে কারা কর্তৃপক্ষ। প্রায় ১,৩০০ বন্দির জন্য প্রতিদিন ইফতার পরিবেশিত হচ্ছে, যেখানে মৌসুমী ফল হিসেবে তরমুজও অন্তর্ভুক্ত করা হয়েছে। কারা কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগে বন্দিরা আনন্দিত। অনেক বন্দি দীর্ঘদিন ধরে কারাগারে থাকায় মৌসুমী ফল কিনে খাওয়ার সুযোগ পান না। তাই ইফতারে তরমুজ পেয়ে তারা অত্যন্ত খুশি।
ব্রাহ্মণবাড়িয়া কারাগারের জেল সুপার, জেলার ও অন্যান্য কারা কর্মকর্তারা ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে বন্দিদের ইফতার ও অন্যান্য খাবার বিতরণ করেন। সাহরির জন্য রাতেই গরম খাবার রান্না করে বন্দিদের মাঝে সরবরাহ করা হয়। বন্দিদের খাবার ব্যবস্থাপনা, পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে কারা কর্মকর্তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কারাগারে উন্নত পরিবেশ ও ধর্মীয় সুবিধা কারাগারে বন্দিদের জন্য তারাবিহ নামাজ ও সাপ্তাহিক জুমার নামাজের ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি বন্দিরা স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও মোবাইল ফোনে কথা বলার সুযোগও পাচ্ছেন। কারাগারের বর্তমান পরিবেশ সম্পর্কে জামিনপ্রাপ্ত বন্দিদের কাছ থেকে জানা গেছে, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের পরিবেশ অত্যন্ত ভালো ও শৃঙ্খলাপূর্ণ। কারাগারকে মাদকমুক্ত ও সুসংগঠিত রাখতে কারা কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার জনাব মো. শাহ আলম খান বলেন, “আমরা বন্দিদের জন্য বিধি মোতাবেক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান আইজি প্রিজন স্যারের নির্দেশনায় কারাগারকে সংশোধনাগারে রূপান্তর করতে আমরা সকলে আন্তরিকভাবে কাজ করছি।” কারাগারে বন্দিদের জীবনমান উন্নত করতে এবং সংশোধনমূলক কার্যক্রম জোরদার করতে ব্রাহ্মণবাড়িয়া কারা কর্তৃপক্ষ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।