ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি

লেখক:
প্রকাশ: ২ মাস আগে

ইয়াছিন মাহমুদ. ব্রাহ্মণবাড়িয়া :  ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার ১নং পুলিশ ফাঁড়িতে ভূয়া মেজর পরিচয় দানকারী আসিফুর রহমান কে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ গ্ৰেফতারের খবর পেয়ে সাংবাদিকরা সদর থানায় তথ্য সংগ্রহ করতে গেলে।

ভূয়া মেজর পরিচয় দানকারীর পক্ষ হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একাধিক পুলিশ এবং সাংবাদিকদের উপস্থিতিতে হারুনুর রশীদ (সাংবাদিক ‌(৫৫)কে প্রাণনাশের হুমকি সহ পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি প্রদান করেন। জুনায়েদ নামের এক ব্যক্তি । এই বিষয়ে অনুসন্ধান মূলক জাতীয় পত্রিকা অগ্ৰযাত্রা প্রতিদিনের সাংবাদিক ইয়াছিন মাহমুদ, সন্ত্রাসী জুনায়েদ(৩০) কে তার পরিচয় জানতে চাইলে।

জুনায়েদ বলেন আমার নাম জুনায়েদ এই শহরে আমাকে এক নামেই চিনে,আমারে চিনে না এমন একজন ও নেই।

এই বিষয়ে থানায় অভিযোগ করেছেন সাংবাদিক হারুন আল রশিদ।
অভিযোগ সূত্রে জানা যায়। আটককৃত ভূয়া মেজর আসিফুর রহমান গত -৪ বছর পূর্বে ব্যবসার কথা বলে সাংবাদিক হারুন আল রশিদ এর কাছ থেকে -১ লক্ষ টাকা সুকৌশলে হাতিয়ে নেন । পরবর্তীতে পাওনা টাকা চাইলে সাংবাদিক হারুন রশীদ কে প্রান নাশের হুমকি প্রদান করেন।

এই বিষয়ে হ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আসলাম হোসেন বলেন, থানায় এসে সাংবাদিকদের হুমকি দেয়ার বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি, তথ্য প্রমানের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।