আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপের উদ্যোগে ছিন্নমূল শিশুদের জন্য মেহেদী উৎসব

লেখক: দেলোয়ার হোসাইন মাহদী
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছিন্নমূল শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপ ব্রাহ্মণবাড়িয়া। সংগঠনটি ঈদ উৎসবকে আরো রঙিন করতে ছিন্নমূল শিশুদের জন্য আয়োজন করেছে “মেহেদী উৎসব”।

 

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে শহরের বিভিন্ন এলাকায় থাকা সুবিধাবঞ্চিত শিশুদের একত্রিত করা হয়। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী স্কাউট সদস্যরা শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেয় এবং তাদের জন্য বিশেষ উপহারও প্রদান করে। শিশুদের আনন্দ মুখর উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

 

এ সময় উপস্থিত ছিলেন আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপের সভাপতি, সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা জানান, ঈদের আনন্দ সব শ্রেণির মানুষের মধ্যে ভাগ করে দিতে এ আয়োজন। তারা ভবিষ্যতেও সমাজের অসহায় ও দরিদ্র শিশুদের জন্য নানা কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

 

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনটির এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।

 

সংগঠনের এক স্বেচ্ছাসেবী বলেন, “এই শিশুরা ঈদের দিনে যেন নিজেদের একাকী না মনে করে, সেজন্যই আমরা এ আয়োজন করেছি। তাদের মুখের হাসিই আমাদের প্রাপ্তি।”

 

এমন আয়োজনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি ঈদের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপ ব্রাহ্মণবাড়িয়া।