আশুগঞ্জ জামেয়া রাবেয়া সিদ্দিক ইসলামিয়া মহিলা মাদরাসা ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আশুগঞ্জ উপজেলায় অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। যার সাফল্য স্থানীয় ও জাতীয় বোর্ডে ঈর্ষনীয়। বরাবরের ন্যায় এ মাদরাসাটি এবছরও জাতীয় বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়্যায় মুমতাজ (A+) সহ ৯১, ৯২ তম ও ব্রাহ্মণবাড়িয়া মহিলা মাদরাসা বোর্ডে ১২,৬৪ তম মেধাস্থান অর্জন করেছে। এর আগেও বিগত বছরগুলোতে বেফাক ও বি-বাড়িয়া মহিলা মাদরাসা বোর্ডে ৩৯,৭০,৩৫,৫৭,৫৩,৭৮,৮৪,২৫,৪৪,৭২,৭২,৬২, ২৩,৪২,৬২,৭০তম সহ আরও মেধাতালিকা অর্জন করেছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন উক্ত মাদরাসার মুহতামিম মুফতি ইসলাম উদ্দিন সা’দ সাহেব।
তিনি বলেন, আমাদের মাদরাসাটি মরহুম শাহাদাৎ হোসেন (বাচ্চু মাস্টার) কর্তৃক ২০০৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নিয়ে আজ অব্দি ইন্জিনিয়ার সারওয়ার হোসেন এর পরিচালনায় আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে সফলতার সাথে চলছে।
উক্ত প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টি কামনায় অত্র প্রতিষ্ঠানকে “দারুল উলুম দেওবন্দ” এর নীতি ও উসুলের ভিত্তিতে সর্বস্থরের নারীদের একটি বিশ্বমানের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসবে গড়ে তুলা। দেশের যে কোন স্থানের এতিম ও অসহায় মেয়েদের সম্পূর্ণ ভরণ পোষণ সহ ফ্রী লেখা-পড়া ব্যবস্থা করা। এখানে প্রাথমিক শিক্ষা সমাপনের পর আরব বিশ্বের যে কোন প্রতিষ্ঠানে লেখা-পড়া করার যোগ্য করে তুলা।
সর্বাধুনিক পরিবেশ সমৃদ্ধ ক্লাসরুম-আবাসন,খাবার ও চিকিৎসা প্রদানের মাধ্যমে নারীদের সর্বোচ্চ শিক্ষার ব্যবস্থা করা। মাতৃস্নেহে প্রতিটি শিক্ষার্থীকে জীবনের প্রতিটি অধ্যায়ের প্রয়োজনীয় শিক্ষা প্রদানে যোগ্য ও খোদাভীরু গৃহিণী ও মা হিসেবে গড়ে তোলা সহ আন্তর্জাতিক মানের মহিলা হিফযখানা খোলা। কারিগরী শিক্ষার ব্যবস্থা করা।
হাতের কাজ ও সেলাই এর কাজের শিক্ষা বিভাগ চালু করা।