নাসিরনগরে বাসের ধাক্কায় ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত

লেখক: দেলোয়ার হোসাইন মাহদী
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ইয়াছিন চৌধুরী নিবিড়, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইটবোঝাই ট্রাক্টর উল্টে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এ দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (২১ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের কুন্ডা ভুইয়া ঘাট এলাকায়

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সবুজ বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রাক্টরকে ধাক্কা দিলে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের শ্রমিক মো. আল আমিন মীর (২৩) নিহত হন

নিহত আল আমিন মীর উপজেলার কুন্ডা গ্রামের মধ্যপাড়ার নান্টু মীরের ছেলে দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান তবে ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয়রা বাসটিকে আটক করেন।

  • #ব্রাহ্মণবাড়িয়া #নাসিরনগর #সড়কদুর্ঘটনা #ট্রাক্টরদুর্ঘটনা #যাত্রীবাহীবাস #শ্রমিকনিহত #সবুজবাংলাপরিবহন #সরাইলনাসিরনগরসড়ক #দুর্ঘটনাসংবাদ #স্থানীয়খবর