গাজার পক্ষে সরব স্বরা ভাস্কর, নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবি জানালেন সোশ্যাল মিডিয়ায়

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে
গাজার পক্ষে সরব স্বরা ভাস্কর, নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবি জানালেন সোশ্যাল মিডিয়ায়

বিনোদন ও আন্তর্জাতিক ডেস্ক:  ফিলিস্তিনের পক্ষে বারবার আওয়াজ তুলে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবুও একচুলও পিছপা নন তিনি। ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার অবস্থান থেকে এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন এই অভিনেত্রী—সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবি জানালেন তিনি।

সম্প্রতি ইরানে আমেরিকার হামলার পর, আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ইংল্যান্ডের এক রাজনীতিবিদ ক্লদিয়া ওয়েব সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন,
“তৃতীয় বিশ্বযুদ্ধ? সারা বিশ্বের শান্তি লঙ্ঘনের জন্য ইসরায়েলই সবচেয়ে বড় হুমকি। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হোক।”
এই পোস্টটি সমর্থন করে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন স্বরা ভাস্কর।

এর আগেও স্বরা গাজা এবং ফিলিস্তিনের মানুষের পাশে থাকার বার্তা দিয়ে একাধিক পোস্ট করেছিলেন। বিশেষ করে মুম্বাইয়ের আজাদ ময়দানে ফিলিস্তিনের পক্ষে আয়োজিত এক সংহতি সভার পোস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আহ্বান জানিয়েছিলেন মুম্বাইবাসীর প্রতি।

স্বরার শেয়ার করা সেই পোস্টে লেখা ছিল, “মুম্বাই শহরের মানুষ, ১৮ জুন সকলে ফিলিস্তিনের জন্য উপস্থিত থাকবেন।”
জানা গেছে, ১৮ জুন আয়োজিত সেই সভাটি হচ্ছে ভারতের একাধিক বামপন্থী দল ও সংগঠনের যৌথ উদ্যোগে। এর মধ্যে রয়েছে সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি ও সমাজবাদী পার্টির মতো দল।

এই সব সংগঠনের পক্ষ থেকে গাজার উপর ইসরায়েলের আক্রমণের প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর জন্যই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তবে ফিলিস্তিনের সমর্থনে বারবার মুখ খোলায় স্বরাকে ভারতীয় নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিশেষ করে আজাদ ময়দানের সভার প্রচার করার পর থেকে তিনি সামাজিক মাধ্যমে ব্যাপক আক্রমণের শিকার হন।

তবুও নিজের অবস্থানে অনড় স্বরা বারবার বুঝিয়ে দিচ্ছেন—মানবতার প্রশ্নে তিনি কোনও রকম আপস করতে রাজি নন।