জুলাই-আগষ্ঠের গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে দোয়া ও আলোচনাসভা

লেখক: মোঃমনির হোসেন
প্রকাশ: ৪ মাস আগে

জুলাই-আগষ্ঠের গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাস ভবনে অনুষ্ঠিত হয়েছে ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আল-আমীনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

 

এসময় প্রধান অতিথি বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ব্রাহ্মণবাড়িয়া আলেম-ওলামের একটি পবিত্র স্থান। এটি ইসলামের ঘাঁটি। ব্রাহ্মণবাড়িয়ায় ২০০১ সালে আ’লীগ পতন শুরু হয়েছিল ৬ জন আলেমের শহীদ হওয়ার মর্ধ্য দিয়ে।

প্রত্যেকটি আন্দোলন আপনারা আমাদের সাথে ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা ব্রাহ্মণবাড়িয়া প্রতিটি উপজেলা আমরা কমিটি করব। এখন একটা স্লোগান শুরু হয়েছে স্বৈরাচার গেছে দিল্লি আর রাজাকার যাবে পিন্ডি।

প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি মো: জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপি নেতা এড: গোলাম সারোয়ার খোকন, এবিএম মোমিনুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি এড: তারিকুল ইসলাম খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্হপাদক আলমগীর হোসেন, আমি পারবো সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃদ।

এছাড়া উক্ত অনুষ্ঠানে জাতীয়তাবাদী ওলামাদলের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।