বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন”

লেখক: Arisha Eme
প্রকাশ: ৪ দিন আগে
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন"

ভোলা জেলা প্রতিনিধি : আজ সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২, পহেলা বৈশাখ। বর্ষবরণে ভোলা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুভ নববর্ষ উপলক্ষে অফিসার্স ক্লাব ভোলায় বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোভাযাত্রায় ভোলা জেলা প্রশাসনের মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ আজাদ জাহান এবং মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক অংশগ্রহণ করেন।

এ সময় জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • উদযাপন"
  • বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা
  • বৈশাখ ও নববর্ষ