সংবাদদাতা : মোঃ শরিফ মিয়া (স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় যানবাহনে চাঁদা তোলার সময় তিন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টার দিকে সদর উপজেলার খাটিহাতা (বিশ্বরোড) গোলচত্বর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট সাইফ। যৌথবাহিনীর একটি বিশেষ দল এই অভিযানে অংশ নেয়। অভিযানের সময় যানবাহন থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের মোঃ মোকলেস মিয়া, নয়ন ও মোঃ আরাফাত আলী।
আটকের পর অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়। অভিযানকালে আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বিশ্বরোড এলাকার এই গুরুত্বপূর্ণ স্থানে দীর্ঘদিন ধরে একটি চক্র প্রকাশ্যে চাঁদাবাজি করে আসছিল। যৌথবাহিনীর হঠাৎ এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।